জরাকির্ণ ভোটাল প্রাইমারী স্কুল, নেই কোন খেলারমাঠ, নেই কোন রাস্তাঘাট, নেই কোন তদারকি, কর্তপক্ষকে নজর দেয়ার তাগিদ
বিভাগীয় প্রতিনিধি: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ৭নং গুপটি ইউনিয়নের ভোটাল প্রাইমারী স্কুল এখন বিলিন হওয়ার পথে। যেখানে কোন খেলার মাঠ নেই, নেই কোন রাস্তাঘাট, ঐতিহ্যবাহী একটি সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বিলিন হওয়ার পথে। ভোটালের এই প্রাথমিক স্কুল, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এই স্কুলটি। এই স্কুলের অনেক শিক্ষার্থি বাংলাদেশের সরকারী বেসরকারী অনেক বড় স্থানে ব্যবসা বিদেশ ভ্রমন সহ অন্যান্য কাজে রয়েছেন। প্রতিষ্ঠিত এই প্রাইমারী স্কুলটি এখন জরাজির্ণ প্রায়। স্কুলের ছাত্র/ছাত্রীর সংখ্যা খুবই সামান্য। স্কুল কর্তপক্ষ নামে বেনামে ছাত্র/ছাত্রীদের নাম উঠিয়ে কোটা পূরনের চেষ্টা করছেন। এই বিরাটএকটি দুর্ণিতির খরব নিয়েজানা গেছে এলাকাবাসির কিছু ইসলাম নাম ধারীভন্ডও ফতোয়াবাজী স্কুলটিকে জিম্মি করে রেখেছে। তার কারন হিসেবে প্রথমে উঠে আসে পুরোনো যে ভবনটি রয়েছে স্কুলের ছাত্র/ছাত্রী কম হওয়ায় সেখানে এলাকার লোকজন ধান...