দিনের বেলায় ফেরী বন্ধ থাকায় হাজারো যাত্রীদের ফিরিয়ে দেয়া হচ্ছে শিমুলিয়া ঘাট থেকে চরম দুর্ভোগে যাত্রীরা
বার্তা প্রতিনিধি: করোনা মোকাবেলায় সরকারী নির্দেষনা মোতাবেক চলছে লকডাউন। সরকারী নির্দেষ আছে যে যেখানে আছেন সেখানে থেকে ঈদ করার জন্য। তারপরও মানুষ নারীর টানে গ্রামের বাড়ীতে ছুটছে। এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণার পরও শনিবার সকাল থেকে হাজারো ঘরমুখো মানুষ আসতে শুরু করেছেন। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখ থেকে তাদের ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।
ঘরমুখো যাত্রীরা জানান, মাঝরাতের এ ঘোষণা তাদের অনেকেই জানেন না। ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ আর পুলিশ তাদের ঘাট এলাকা থেকে বের করে দিচ্ছে।
দেশের করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক হঠাৎ করেই শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চ...