বাংলা কৌতুক অভিনেতা টেলিসামাদ আর আমদের মাঝে নেই
বার্তা প্রতিনিধি: সিনেমাতে যারা কৌতুন দিয়ে হলটাকে ভরে রাখতেন তাদের মাঝে টেলি সামাদের নামটাই আগে আসে। বাংলা সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ আর আমাদের মাঝে নেই। তিনি গত শুক্রবার চিকিৎসাধিন অবস্থার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)।
বাংলা সিনেমার পর্দায় যার উপস্থিতিতে মুহূর্তেই বদলে যেত দর্শকদের মুখোছবি, স্পষ্ট হয়ে উঠতো হাসি। তার কথা বলার ধরণ-অঙ্গভঙ্গি সব কিছুই ছিল দর্শকদের বিনোদনের খোরাক। উদাহরণ হিসেবে জনপ্রিয় এই মানুষটির নাম আজও ব্যবহৃত হয়, অন্য কারো বেলায়।
জনপ্রিয় এই কৌতুক অভিনেতার আসল নাম আবদুস সামাদ। তবে রূপালি ভুবনে পা রাখার পর পাল্টে যায় তার সেই নাম, হয়ে ওঠেন টেলি সামাদ। ৭০ ও ৮০-এর দশকের শক্তিমান এই অভিনেতার জন্ম ১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়।
১৯৭৩ সালে নজরুল ইসলাম পরিচালিত ‘কার ব...