সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হচ্ছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
বার্তা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে সারাদেশের বন্ধ থাকা স্কুল-কলেজ ও মাদ্রাসা আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে পাঁচ দিন এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস সপ্তাহে ছয় দিন চলবে। বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীদের ক্লাস চলবে সপ্তাহে এক দিন। ধাপে ধাপে তা বাড়বে। তবে প্রাক্-প্রাথমিক স্তরের শিশুদের ক্লাস আরও পরে শুরু করা হবে।
শনিবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সরকারি এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দফায় দফায় সরকার এ ছুটি বাড়িয়ে চলছিল। সর্বশেষ আজ রোববার পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছরের প্রাথমিকের সমাপনী, জে...