চিত্রনায়িকা ঐশ্বরিয়া আবারো সন্তানের মা হতে চলেছেন
বার্তা প্রতিনিধি: আবারো মা হতে চলেছেন ভারতের চিত্রনায়িকা বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। তিনি ভারতের গোয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে স্বামী অভিষেক বচ্চনে হাত ধরে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের হাঁটার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ছবি দেখে অনেকেই বলছেন, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন ঐশ্বরিয়া!
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, সমুদ্র সৈকতে অভিষেক বচ্চনের সঙ্গে হাত ধরে ঘুরছেন ঐশ্বরিয়া। তিনি পরেছেন একটি হাফ প্যান্ট ও টি-শার্ট, অভিষেক পরেছেন সাদা শার্ট ও নীল প্যান্ট।
ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই ছবি দেখে অনেকেই বলছেন, ঐশ্বরিয়ার ওই ছবিতে বেবি বাম্ব স্পষ্টভাবে দেখা গেছে। তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। আবার অনেকে বলছেন, ঐশ্বরিয়া তুলনামূলক মোটা হয়েছেন।
তবে এ বিষয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ...