চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেব লীগের পূর্ণাঙ্গ কমিটি সেপ্টেম্বরে
অনেক প্রতিক্ষার পর গত বছর সম্মেলনের দীর্ঘ ১৪ মাস পর সেপ্টেম্বরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ পাচ্ছে পূর্ণাঙ্গ কমিটি। গত বছরের ১৯ জুন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সাড়ে ৮ মাস পর গত ৯ মার্চ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। আংশিক কমিটি দেয়ার এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ঘোষণা দেয়া হলেও গত ৬ মাসেও পূর্ণাঙ্গ কমিটি পায়নি মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
তবে দীর্ঘদিন থেকে নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্বে আসার আশায় আছেন রাজপথের ত্যাগী ও পদবঞ্চিত নেতারা। সম্মেলনের ১৪ মাস পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পদ প্রত্যাশী ও ত্যাগী নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন।
তবে গতকাল মহানগরতবে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সেপ...