আমার জীবন নিয়ে যাদের খেলতে ভাল লাগে আসতে পারেন আমিও প্রস্তুত, পরিমনি
বার্তা বিনোদন: আলোচিত সমালোচিত এই মুহূর্তে ঢাকাই ছবির তুমুল চর্চিত নায়িকার নাম পরীমণি। আগে তাকে নিয়ে চর্চা হতো সিনেমা পাড়া এবং নিজের সিনেমার দর্শকদের মাঝে। এখন সেটা ছাড়িয়ে দেশের সব মহলেই চর্চা হচ্ছে তাকে নিয়ে। মূলত মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাকে নিয়ে এ চর্চা শুরু।
তিনি এ চর্চা প্রাণ পায় একই মামলায় জামিনে মুক্ত হওয়ার পর। সে দিন কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার সময় তিনি হাতের তালুতে মেহেদী দিয়ে একটি বার্তা লিখেছিলেন। বার্তাটি ছিল- ‘ডোন্ট লাভ মি বিচ’। এই বার্তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে আলোচনা শেষ হতে না হতেই পরীমণি নতুন করে আলোচনার সূত্রপাত করলেন।
তবে মাদক মামলায় কাল আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন পরী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি। এ সময় গাড়িতে থেকেই তিনি হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান। তখনই তার হাতের তালুতে দেখা মেলে নতুন বার্তার...