বেনজীর ও তার পরিবারের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্ধ করার নির্দেষ আদালতের
র্যাবের প্রধান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ (ক্রোক) ও অবরুদ্ধ (ফ্রিজ) করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত আজ বৃহস্পতিবার (২৩ মে) এ আদেশ দেন। আদেশের অনুলিপি সাংবাদিকদের হাতে এসেছে। এছাড়াও আদালতের আদেশটি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, 'দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি জব্দ (ক্রোক) ও ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ- শিরোনামে গত ৩১ মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি পত্রিকা। এর দুই দিনের মাথায় গত ২ এপ্রিল 'বনের জমিতে বেনজীরের রিসোর্ট' শিরোনামে দ্বিতীয় দফার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
বাংলাদেশের দুর্নীত...