Sunday, September 8বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

Month: November 2021

সড়কের গর্তই নিভে দিল কলেজ ছাত্রীর তাজা প্রান আর কত মরলে টনক নড়বে প্রশাসনের

সড়কের গর্তই নিভে দিল কলেজ ছাত্রীর তাজা প্রান আর কত মরলে টনক নড়বে প্রশাসনের

অনলাইন নিউজ, জাতীয়, সমগ্র বাংলাদেশ, সম্প্রতি সংবাদ
শাকিল আহমেদ (বার্তা প্রতিনিধি): আর কত প্রান যাবে ভাবতেও পারিনা। বললেন ঝুকি নিয়ে চলা এক বাবা। অসাপ্ত সড়ক আর খামখিয়ালিপনা্ অনেক প্রান ঝরে যাচ্ছে সেদিকে নজর কেহই দিচ্ছেনা। এমই সড়কের একটি গর্তই কলেজ ছাত্রীকে টেনে নিল চলন্ত কাভার্ড ভ্যানের নীচে। ফলশ্রুতিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সদ্য বিবাহিত কলেজ ছাত্রী নাহিদা আফরোজ অনিতা (২৩)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোডের মনসুরাবাদ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করলেও পরে পরিবারের সম্মতিতে স্বজনদের হাতে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, অনিতা সরকারি কমার্স কলেজের এমবিএ শিক্ষার্থী ছিলেন। দুই মাস আগে বিয়ে হয়। নগরীর কর্নেল হাট শাহেরপাড়া এলাকায় বাসা অনিতার। ডবলমুরিং থানার এসআই আহলাদ ইবনে জামিল বলেন, কোচিং শেষে স্বামী আরমান শাকিলের সাথে মোটরসাইকেলে কর্নেলহাটের বাসায় ফিরছিলেন। মনসুরাবাদ এলাকায় একটি কাভার্ড ...