ওয়াফা দুফোর বিন লাদেন কাঁপিয়ে বেড়াচ্ছেন মার্কিন গ্ল্যামার জগত
বার্তা প্রতিনিধি: ওসামা বিন লাদেন ছিলেন বিশ্বের সবছেয়ে বড় একজন আলোচিত মানুষ। আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর বিশ্বজুড়ে আরো আলোচনায় আসা লাদেনের চেয়েও বেশি মানুষ চেনে তার ভাইজিকে। এবার তিনি যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছেন। না চাচার মতো অস্ত্র হাতে নয় বরং তার লাস্যময়ী ভঙ্গী ও রূপের ঝলকে। ওয়াফা দুফোর বিন লাদেন এখন ইউরোপ আমেরিকার দেশগুলোতে তুমুল জনপ্রিয়।
ওয়াফা দুফোর বিন লাদেন বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ মডেলদের। একের পর এক কাঁপিয়ে বেড়াচ্ছেন মার্কিন গ্ল্যামার জগত।
সম্প্রতি একটি মার্কিন ম্যাগাজিনে তার পারিবারিক পরিচয় প্রকাশ হলে ওয়াফা দুফোর তা স্বীকারও করে নেন।
মার্কিন গ্ল্যামার জগতকে কাঁপানো ওয়াফা বলেন, আমার এই পরিচয়ের জন্য আমি মোটেও বিব্রত নই। যার যার কর্মফল সে ভোগ করবে। এতে অন্য কেউ দায় নেয়ার কিছুই নেই।
আজকের মার্কিন গ্ল্যামার জগতকে কাঁপিয়ে তোলা এই ৪৫ বয়সী মডেল ওয়াফা দুফোরের বাবার নাম ইসলাম ...