৩০ তারিখের মধ্যেই এপ্রিলের বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা
অনলাইন বার্তা: বাংলাদেমে করোনা পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতার পাঁচ হাজার কোটি টাকার তহবিল থেকে চলতি মাসের বেতন আগামী ৩০ তারিখেই দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
রোববার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
ফজলে কবির গভর্নর বলেন, রফতানি খাতের শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতার জন্য যে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে তার একটা নীতিমালা বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করেছে। এ তহবিল থেকে এপ্রিল, মে এবং জুন-এ তিন মাসের বেতন-ভাতা দেয়া হবে। আশা করছি, এপ্রিল মাসের শেষ তারিখেই এ তহবিল থেকে দেয়া সম্ভব হবে।
এছাড়া সাধারণ ছুটি চলাকালীন জনগণের নগদ অর্থের চাহিদা মেটানোর জন্য সীমিত আকারে ব্যাংক খোলা রাখা হয়েছে বলেও জানান গভর্নর।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য পাঁচ হাজার কোটি...