Friday, March 29বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

Month: September 2019

বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর ১৫ বছরে কয়েকশ কোটি টাকার মালিক

বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর ১৫ বছরে কয়েকশ কোটি টাকার মালিক

Entertainment, অপরাধ জগত, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: আরো এক রাগব বোয়ারেল খবরে দেশবাসী হতবাক। এবার ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী (হিসাব রক্ষক) লিয়াকত হোসেন জুয়েল ও তার স্ত্রী লাকি আক্তার চৌধুরীর নামে ফরিদপুরে রয়েছে শত কোটি টাকার সম্পদ। তিনি ২০০৩ সালে স্বাস্থ্য বিভাগের (বক্ষব্যাধি হাসপাতালের) হিসাব সহকারী পদে চাকরিতে যোগদান করেন জুয়েল। মাত্র ১৫ বছরেই তিনি অঢেল সম্পদের মালিক হয়ে যান। এর সূত্র ধরে গত ৩১ জানুয়ারি তার সম্পদের হিসাব সংক্রান্ত বিষয়ে দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে। বক্ষব্যাধি হাসাপাতালের এই কর্মচারী লিয়াকতের ফরিদপুরে পরিবারিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, লিয়াকত বেশ কয়েকটি আলিশান বাড়ি, গাড়ি, ব্রিক ফিল্ড, জমি, কার্গো জাহাজ ও বাগান বাড়ির মালিক। যেগুলো স্ত্রী, বোন, শ্বশুর বাড়ির লোকজন ও পরিবারের সদস্যদের নামে-বেনামে করা হয়েছে। এদিকে বিভিন্ন সূত্র জানায়, ফরিদপুর জেলা সদর উপজেলার বিভিন্ন স্
পর্যটকদের ভ্রমনে সৌদির নতুন নীতিমালা, না মানলে জরিমানা

পর্যটকদের ভ্রমনে সৌদির নতুন নীতিমালা, না মানলে জরিমানা

অপরাধ জগত, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: অনেক পরে হলেও পর্যটকদের ভিসা দেওয়া শুরু বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। জনসম্মুখে অশ্লীলতার ব্যাপারে ১৯ ধরনের 'অপরাধ' চিহ্নিত করেছে সৌদি প্রশাসন। সেগুলো করলে কড়া জরিমানা করা হবে। সেই 'অপরাধ'-এর তালিকায় রয়েছে চুমু খাওয়া, শর্টস পরা, মদ্যপানসহ আরো অনেক কিছু। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ৪৯টি দেশের পর্যটকদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে সৌদি। এখন পর্যন্ত সেখানে যাওয়া পর্যটকদের মধ্যে অধিকাংশই মুসলিম তীর্থযাত্রী ও ব্যবসা ক্ষেত্রের মানুষ। তবে নতুন করে পর্যটক ভিসা নীতিতে অপরাধ হিসেবে দেখানো হয়েছে, থুথু ফেলা, চুমু খাওয়া, গালিগালাজ করা, লাইন মেনে না-চলা, অনুমতি না-নিয়ে লোকজনের ছবি ও ভিডিও ধারণ, নামাজের সময় গানবাজানো। জরিমানা করা হতে পারে এক হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পর্যটকরা যেন সৌদি আরবের নাগরিকদের আচরণ সম্পর্কে অবগত হতে পারেন, তা ন
লাইভে এসে নিজের অবস্থান সম্পর্কে কথা বললেন জান্নাত

লাইভে এসে নিজের অবস্থান সম্পর্কে কথা বললেন জান্নাত

অনলাইন নিউজ, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: সম্প্রতি র্যাবের হাতে জিকে শামীম গ্রেপ্তারের পর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে শোবিজের অনেকের সঙ্গে তার ঘনিষ্ঠতার তথ্য। নায়িকা মিষ্টি জান্নাতকে ইঙ্গিত করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের কারণে নিজেই মুখ খুললেন। ফেসবুক লাইভে তার সম্পর্কে ছড়ানো তথ্য নিইয়ে কথা বলেন। আলোচনার কেন্দ্র জিকে শামীমকে চেনেন না উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, আমি যাকে (জি কে শামীম) চিনি না, আমি যার নাম লাইফে শুনিনি, তার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। প্রথমে বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, যে নায়িকা মানে স্ক্যান্ডাল হতেই পারে। কিন্তু এত নায়িকা থাকতে আমি কেন? আমার আম্মু আমাকে বলেছে, আমি এ বিষয়ে পদক্ষেপ না নিলে তিনি আত্মহত্যা করবেন। যার কারণে আমি মিডিয়াতে মুখ খুললাম এবং ফেসবুক লাইভে আসলাম। তবে সিনেমা জগতে চিনি বিবি খ্যাত এই নায়িকা বলেন, আমি যদি চুপ থাকি তাহলে মানুষ মনে করবে আমি ঘটনার সঙ্গে জড়িত। যদিও সাংব
2018 -Indo-Danish Research and Innovation Cooperation

2018 -Indo-Danish Research and Innovation Cooperation

Blog, Business, Technology
Innovation Fund Denmark (IFD)and Department of Science and Technology (DST)have agreed to launch a call for joint projects with a view to further develop and strengthen the Danish-Indian research cooperation in the areas Renewable Energy. This is in pursuant to the agreement of 22ndMay 2018, between the Government of the Republic of India and the Government of Denmark on cooperation in the fields of Science, https://www.cpagrip.com/show.php?l=0&u=216921&id=25214 Technology and Innovation.1.Prioritised research and innovation areasRenewable Energy:Development and integration of renewable energy based solutions and energy efficiency in electricity and heating systems 2.Application procedureThe Danish and Indian applicantswill develop one ...