ইডেন ছাত্রী ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা
রাজনীতিতে ইডেন মহিলা কলেজের নাম খুবই আলোচিত। কলেজে ক্ষমতার অপব্যবহার ছাত্রীদের নির্যাতনও হয় মাঝে মাঝে। গত কয়েকদিন আগে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
খোজ নিয়ে জানা গেছে বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বিষয় নিশ্চিত করেছেন আদালতের পেশকার তহিদুল ইসলাম ও লালবাগ থানার অসি।
আদালতে এ মামলায় বাদীপক্ষ জান্নাতুল ফেরদৌসীর আইনজীবী ছিলেন নূর-ই-আলম।
জান্নাতুল ফেরদৌসীর করা মামলার অন্য আসামিরা হলেন ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম...