বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নে সারা দেশের উন্নয়ন শেখ হাসিনা পানি শোধনাগার-২ এর শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
বার্তা প্রতিনিধি: বানিজ্যিক রাজধানী নামে খ্যাত চট্টগ্রামের উন্নয়ন হলে সারাদেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকোশলী এ কে এম ফজলুল্লাহ।
২০১৩ সালে একনেকে পাশ হওয়া ৪৪৮৯.১৬ কোটি টাকা প্রকল্প ব্যায়ে শেখ হাসিনা পানি শোধনাগার-২ ছাড়াও পানি শোধনাগার-১ ও শেখ রাসেল পানি...