Thursday, April 18বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নে সারা দেশের উন্নয়ন শেখ হাসিনা পানি শোধনাগার-২ এর শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বার্তা প্রতিনিধি: বানিজ্যিক রাজধানী নামে খ্যাত চট্টগ্রামের উন্নয়ন হলে সারাদেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকোশলী এ কে এম ফজলুল্লাহ।

২০১৩ সালে একনেকে পাশ হওয়া ৪৪৮৯.১৬ কোটি টাকা প্রকল্প ব্যায়ে শেখ হাসিনা পানি শোধনাগার-২ ছাড়াও পানি শোধনাগার-১ ও শেখ রাসেল পানি শোধনাগার থেকে পানি সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। প্রকল্পটির অবস্থান ইনটেক স্টেশন রাঙ্গুনিয়া জলাধার নাসিরাবাদ সু-উচ্চ হালিশহর ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পািইপলাইন চট্রগাম এতে ওয়াসার পানি সরবরাহে সক্ষমতা বেড়েছে ৫০ কোটি লিটার।

এই ৪ হাজার ৪৮৯ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয় এ প্রকল্প। এর মধ্যে জিওবি ১৬৬৫.১৬ কোটি, জাইকা ২৮০০.৯৩ কোটি টাকা, ও চট্টগ্রাম ওয়াসা ২৩ কোটি ৭ লাখ টাকা অর্থায়ন করেছে। চট্টগ্রামে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকোশলী এ কে এম ফজলুল্লাহ।

প্রধান অতিথি মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন জাতীর পিতার সোনার বাংলা গড়তে ও বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার এই ভাবে সব রকম ব্যবস্থা গ্রহন করবে। সরকারের উন্নয়নের মেগা প্রকল্পগুলো মধ্যে পদ্মা সেতু, চট্টগ্রাম কর্ণফুলীর তলদেশে স্থাপিত বঙ্গবন্ধু ট্যানেল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও মিরশরাই শেখ হাসিনা অর্থনৈতিক জোন। বক্তব্য শেষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম শেখ হাসিনা পানি শোধনাগার-২ শুভ উদ্ভোদন ঘোষনা করেন। সর্বশেষ মোনাজার ও ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *