
উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন কয়েকশ দোকান সহ প্রায় ১০ হাজার ঘর পুড়ে ভস্মীভূত
বার্তা প্রতিনিধি: মায়ানমার থেকে আশ্রয় নেয়া কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গতকাল সোমবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার ঘর পুড়ে গেছে। একই সঙ্গে কয়েকশ দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু এবং বহু লোকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেক শিশু ও বয়োবৃদ্ধ নিখোঁজ থাকারও খবর পাওয়া গেছে।
এই বয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের হাজার হাজার বাসিন্দা আশ্রয় হারিয়ে এক কাপড়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে আশ্রয় নিয়েছে। আশ্রয়হারা মানুষ তাদের ক্যাম্পের ঝুপড়ির সব মালপত্র হারিয়েছে। সন্তান-সন্ততিসহ স্বজনের খোঁজ না পেয়ে রোহিঙ্গা অনেক নারী-শিশুর আর্তনাদ চলছে মহাসড়কে।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত রাত ১০টার দিকে বলেন, ‘আগুনে অন্তত ৯ হাজার রোহিঙ্গা পরিবার আশ্রয় হারিয়েছে। একই সঙ্গে স্থানীয়দের শতাধিক ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা আইন-শৃঙ