Tuesday, May 14বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

জাতীয় সাংবাদিক সংস্থা ৪১ বছর পূর্তি ও চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান জমকালো আয়োজনে উৎযাপন

জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর পূর্তি ও চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে প্রতিষ্ঠার ৪১ বছর পার করলো সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) চট্টগ্রাম নগরীর আগ্রবাদ রাজপ্রাসাদ কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।

এতে সভাপতিত্বে করেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠিতা সভাপতি আলতাফ হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলমগীর গনি, সহ-সভাপতি ইলিয়াস আহমেদ ও মো.খায়রুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সাধারন সম্পাদক মো: মঞ্জুর আহমেদ সোহেল।

অনুষ্ঠানে আমরা সাংবাদিক শিরোনামে একটি মহতি কবিতা উপহার দেন দপ্তর সম্পাদক মো: আবদুল গফুর।

এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিকরা দেশের নিরব পাহারাদার। তারা দেশ, সরকার, জনপ্রতিনিধি তথা নীতিনির্ধারকদের সহযোগী। তাঁরা জনপ্রতিনিধিদের ছায়া স্বরুপ। সংবাদকর্মী প্রতিনিধিদের পাশে থাকে সব সময়। একজন সংবাদকর্মী নীতিনির্ধারকদের সহজ পথটি দেখিয়ে দিতে সাহায্য করে। সাংবাদিক রাজনীতিবীদের বিপরীত কর্মকান্ডের যেমন গঠনমূলক সমালোচনা করে তাঁকে সাহায্য করেন। তেমনি প্রতিনিধির দেশ ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য আরো উৎসাহিত করতে চালিয়ে যান পৃষ্ঠা ভরপুর তাঁর লেখনি। সাংবাদিক কারো বন্ধু নয়। আবার কারো শত্রুতা করাও সংবাদকর্মীর কাজ নয়। সাংবাদিক তাঁর দু’চোখ ও তথ্য উপাত্তের মাধ্যমেই তাঁর কলম চর্চা করেন। একজন কলম সৈনিক তাঁর কলমের সাথে কখনো আপোষ করে না। একজন লেখক জনপ্রতিনিধির পিছনে তাঁর ভাল-মন্দের নির্বাচক। এক কথায় বলা যায় একটি সংবাদ পত্র ও একজন গণমাধ্যমকর্মীর গুরুত্ব অপরিসীম। তাই সাংবাদিককে হতে হবে দায়িত্বশী। প্রচার করতে হবে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ।

এতে আরও উপস্থিতি ছিলেন, চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি মোহাম্মদ হোসেন, জিন্নাত আলী, এ বি জিয়াউদ্দিন,জাফরুল ইসলাম জাহিদ, যুগ্ম সম্পাদক ওসমান গনি শাকিল, বশির আহমেদ রুবেল সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক শেখ আহমেদ শাকিল, দপ্তর সম্পাদক আবদুল গফুর, মোহাম্মদ দিদার, সাইদুর রহমান সুমন, জালাল উদ্দীন, নুরুল আলম, বিভাগীয় সাধানর সম্পাদক মো: কেফায়েত উল্যাহ কায়ছার, সহ-সভাপিতি মাসুদ আলম সাগর,মোবারক হোসেন ভূইয়া, সুমন খান আসিফ, খোন্দকার, বাবুল মিয়া বাবলা, মোহাম্মদ বেলাল, আনোয়ারুল হক, মিয়া ফারুক, তুষার কান্তি বড়ুয়া, মোহাম্মদ পারভেজ, আসরাফ উদ্দিন মিঠু, মো. সেলিম উদ্দিন ভুইঁয়া, মো. কামরুল ইসলাম সহ জাতীয় সাংবাদিক সংস্থা নেতৃত্ববৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মো: মিজান উল্যাহ সমরকন্দি, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম সহ অন্যান্য নেত্রিবৃ্নদ।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর কমিটির সকল সদস্যদেরকে মহানগরের পক্ষথেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও মহানগর কমিটির সকল সদস্যদেরকে সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জনাব বিচারপতি নিজামুল হক নাসিম, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠিতা সভাপতি আলতাফ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব স্বাক্ষরিত সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঢেউয়ের তালে তালে একমাত্র একক নৃত্য উপহার দেন ছোট সোনা মনি সুবাইতা মাহমুদ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কেক কেটে ৪১ বছর পূর্তি উৎযাপন করেন।

অনুষ্ঠানে শেষ ভাবে আগত অতিথিদেরকে মেজবান উপহার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করান মহানগর কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *