Tuesday, May 21বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন।

ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন। তিনি জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টি (জাপা) থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরশাদ সরকারের আমলে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। রাজনীতিতে আসার আগে তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন।
জানা গেছে, রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন জানান, ঢাকার নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফজলে রাব্বি পলাশবাড়ি উপজেলার তালুকজামিরা গ্রামে ১৯৩৪ সালের ১ অক্টোবরে জন্ম গ্রহণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সূত্র: যায় যায় দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *