Friday, May 17বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

এবার পাপনের বিরুদ্ধে বিদেশে জুয়া খেলার অভিযোগ

বার্তা প্রতিনিধি: এবার বিসিবির সভাপতির বিরুদ্ধে জুয়ার অভিযোগ উঠেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তা নিয়েকথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, পাপন দেশের বাইরে ক্যাসিনো খেলেছেন।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’ এ সংলাপের আয়োজন করে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাপনের ক্যাসিনো খেলার ভিডিও দেখেছি, তিনি বাইরের (বিদেশে) কোনো জায়গায় খেলেছেন তা স্পষ্ট নয়।

এদিকে বাংলাদেশে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অপরাধে যদি সম্রাটের মতো নেতা গ্রেপ্তার হন, তাহলে পাপনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যাসিনোর ইফেক্টটা কী-একটা অবৈধ ব্যবসা। আমাদের বাংলাদেশের সংবিধানে জুয়া খেলার স্বীকৃতি নেই। আর বঙ্গীয় আইন ১৮৬৭ সালের, সেই আইনটি এখনো বলবৎ রয়েছে। সেই আইনের সর্বোচ্চ সাজা আপনারা সবাই জানেন। জুয়া যেহেতু আমাদের সংবিধানে নিষিদ্ধ, এ জন্য আমরা এর বিরুদ্ধে কাজ করছি।

বাংলাদেশে ক্যাসিনো খেলার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত আছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যারা অবৈধ ক্যাসিনো ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে খেলল, কে কী করল, এই রকম করলে তো আমাদের লাখ লাখ লোকের পেছনে দৌঁড়াতে হবে। একজন দুজন তো খেলে না, এই রকম যদি সবাইকে ধরতে যাই, কয়েক লাখ লোক হবে।

আজ সচিবালয়ে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপে বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ অন্যান্য সাংবাদিকাও উপস্থিত ছিলেন।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *