Friday, May 17বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

মেরুদণ্ডহীন বিএনপি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

বার্তা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি দেশকে স্বচ্চ করতে মাদক জুয়া এসবের বিরুদ্ধে আর সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে ।

আজ রোববার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জেলহত্যা দিবসের এক আলোচনায় এ কথা বলেন তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। দেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে। যারা খুনিদের দোসর, তাদের স্থান বাংলাদেশে নেই।

ঐ আলোচনায় তিনি বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের নেতৃত্বের অভাবের কারণেই তারা দুর্নীতিবাজদের নেতা বানায়।

এক মন্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন যারা বিএনপি করে তাদের মেরুদণ্ড আছে কিনা সন্দেহ আছে। বিএনপি সরকারের অপকর্মের কারণেই দেশে ইমার্জেন্সি (জরুরি অবস্থা) জারি হয়েছিল।

এই আলোচনা সভায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, একটা দল যার চেয়ারপারসন এতিমের টাকা আত্মসাতের মামলায় জেলে, এত নেতা থাকতে যে মামলায় সাজাপ্রাপ্ত তাকে বানাল ভারপ্রাপ্ত প্রধান। যারা বিএনপি করে তাদের মেরুদণ্ড আছে কিনা এটাই আমার সন্দেহ।

জেলহত্যা দিবসের আলোচনায় স্বাধীনতার বিরুদ্ধে বড় চক্রান্তের নির্মম প্রতিফলন বলেও উল্লেখে করেন তিনি। দেশে যেন খুনিরা আর ক্ষমতায় আসতে আর না পারে সেদিকে জনগণকে খেয়াল রাখার কথা বলেন শেখ হাসিনা।
সূত্র: আলোকিত বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *