Wednesday, May 15বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

সারভাইভিং ৭১ শর্টফিল্মে অবিনেত্রী জয়া আহছান

বার্তা প্রতিনিধি: বাংলাদেশের এখনকার বহুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘সারভাইভিং ৭১’ নামে অ্যানিমেটেড একটি শর্টফিল্মে যুক্ত হয়েছেন। হলিউড অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজার পরিচালনায় শর্টফিল্মে ডাবিং শিল্পী হিসেবে কাজ করবেন তিনি।

তিনি অল্পদিনের মধ্যেই শর্টফিল্মের কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দেবেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী। জয়া ছাড়া আরো থাকছেন তানযীর তুহীন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান, শাওন এবং পরিচালক ওয়াহিদ ইবনে রেজা।

অভিনেত্রী জয়া বলেন, আমাদের দেশে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কোনও অ্যানিমেশন শর্টফিল্ম তৈরি হয়নি। উদ্যোগটি ভালো লেগেছে। ছবির ট্রেলার দেখলাম। ভালো লেগেছে। কাজটিকে উৎসাহ দিতেই এতে কণ্ঠ দেয়ার কাজটা করতে রাজি হয়েছি।

শর্টফিল্ম নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা বলেন, বাস্তব কাহিনি অবলম্বনে কাজটি করছি। এটা আমার বাবার জীবনের গল্প থেকে লেখা হয়েছে। ব্যক্তিগতভাবে এই ছবি আমার জন্য দারুণ গুরুত্ব বহন করে। ধ্রুব ও আক্কু নামে দুই বন্ধুর গল্প, যারা একসঙ্গে মুক্তিযুদ্ধের সময় অনেক রোমহর্ষক ঘটনার পর প্রাণে বেঁচে যায় এবং যোগ দেয় যুদ্ধে।’

তিনি গত ২৫ মার্চ স্বাধীনতা দিবসে ইউটিউবে এসেছে ‘সারভাইভিং ৭১’-এর টিজার। ২০২০ সালের মার্চ মাসে মুক্তি পাবে শর্টফিল্মটি।

সূত্র: মানবকণ্ঠ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *