Sunday, May 5বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

বাবরী মসজিদের স্থানে রাম মন্দির ও মুসলমানদের জন্য আলাদা জায়গায় মসজিদ নির্মান

বার্তা প্রতিনিধি: ভারতের ঐতিহাসিক অযোধ্যা বাবরী মসজিদের মামলার রায় ঘোষণা করা হয়েছে। বাবরী মসজিদের স্থানে রাম মন্দির ও মুসলমানদের জন্য আলাদা জায়গায় মসজিদ নির্মান করতে বলা হয়েছে। এতে মুসলমানদের জন্য এর পাশ্বে ৯ একর জমি খরিদ করে নতুন একটি মসজিদ নির্মাণে আলাদা জমি বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

তবে ভারতের এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে সাড়ে ১০টার দিকে প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এ রায় ঘোষণা করেছেন।

অযোধ্যা বাবরী মসজিদের এই রায়ে বলা হয়েছে, মুসলমান ও হিন্দুদের মাঝে যে বিবাদ ছড়িয়ে আছে সেখানে শর্তসাপেক্ষে বাবরি মসজিদের বিতর্কিত জমি পাবে সনাতন ধর্মাবলম্বীরা। তাই মুসলমানদের জন্য আলাদা একটি মসজিদ নির্মান করার হুকুম দেয়া হচ্ছে। অবশেসে দীর্ঘ দিন ধরে চলা ভারতে মুসলমান ও হিন্দুদের মধ্যে অযোধ্যা বাবরী মসজিদের সমস্যার অবসাত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *