Tuesday, May 21বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

পূর্বঘোষণা বা পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবেন বিদেশীরা

বার্তা প্রতিনিধি: বিদেশ থেকে আসা বা বিদেশে যাওয়ার সময় কোনোরকম পূর্বঘোষণা বা পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই এখন থেকে বাংলাদেশে ঢোকার সময় যে কেউ সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবেন। একইভাবে দেশ থেকে বাইরে যাওয়ার সময়ও একই পরিমাণের বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন।

গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংক।

এদিকে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ভারত ও বিভিন্ন দেশের নাগরিকরা ১০ হাজার ডলার সঙ্গে নিয়ে অন্য দেশে যেতে পারেন। আবার ১০ হাজার ডলার নিয়ে নিজ দেশেও ঢুকতে পারেন। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিন দিন বাড়ছে। বাংলাদেশিরা সহজে যাতায়াত করছে। তাই এনডোর্সমেন্ট ছাড়াই টাকা আনা-নেওয়ার সীমা বাড়ানো হয়েছে।

জানা যায় এ সুবিধা মূলত যারা বিদেশ থেকে ডলার নিয়ে আসে, তাদের জন্যই। যদিও এর অপব্যবহারের সুযোগ রয়েছে। তবে সরকারী নজরদারী থাকবে সবসময়।

তবে এর আগে ঘোষণা বা এনডোর্সমেন্ট ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা বা যাওয়ার সুযোগ ছিল।এর কারনে এখন বিদেশি পর্যটকরা ডলারের ঝামেলা থেকে একটু সুবিধা পাবেন বলে সকলের ধারনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *