Saturday, May 18বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

পবিত্র কোরআন সেফুদাকে ও তার সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

বার্তা প্রতিনিধি: বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাতউল্লাহ সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ২৬ ফেব্রুয়ারি ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করা হয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন এ আদেশ দেন।
আদালত মঙ্গলাবার এই মামলায় সেফাতউল্লাহ সেফুদার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আইনুযায়ী আদালত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফেসুদার সাথে ভিডিও তৈরীতে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনতে মত সকলের।
সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *