Sunday, May 19বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছে জাতীসংঘ

সুস্থ ও সুন্দর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিরোধী দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে নির্বাচনকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্বসংস্থাটি।

জাতিসংঘের মুখপাত্র বলেন, ‘সহিংসতা এবং জনগণ ও সম্পত্তির ওপর হামলা গ্রহণযোগ্য নয়।’ বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের ওপর সোমবার এক বার্তায় জাতিসংঘের মুখপাত্র বলেন, ‘সাধারণ নির্বাচনে সহিংস ঘটনা এবং অনিয়ম প্রতিবেদন সম্পর্কে অবগত রয়েছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণাকালে ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত।’

শান্তিপূর্ণভাবে এবং আইনি উপায়ে নির্বাচনের অভিযোগগুলো মোকাবিলা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি উৎসাহ জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র আরো বলেন, ‘আমরা সংযম চর্চা ও শান্তিপূর্ণ নির্বাচনী-পরবর্তী পরিবেশ নিশ্চিত করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, যেখানে মানুষ তাদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে পারবে।’

নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে।

খবর অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *