Sunday, September 8বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের পিএসদের তালিকা, পিএস ৪৬

বার্তা প্রতিনিধি: সদ্য শপথ নেওয়া মন্ত্রিসভার সদস্যদের জন্য একান্ত সচিব (পিএস) নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার রাতে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পিএস নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়ে। একইসঙ্গে পুরনো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পিএস-ও বদল করা হয়েছে।

নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যতদিন এই পদে থাকবেন বা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

মন্ত্রীদের পিএস হলেন যারা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজ্জামেল হকের পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিএস হবেন পাবলিক প্রাইভেট পার্টনাশিপ (পিপিপি) অথরিটির পরিচালক গৌতম চন্দ্র পাল; কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের পিএস অর্থ বিভাগের উপসচিব ড. মো. মনসুর আলম খান; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পিএস জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান; তথ্যমন্ত্রী হাছান মাহমুদের পিএস জনপ্রশসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ নাজমুল আহসান; আইনমন্ত্রী আনিসুল হকের পিএস বিদ্যুৎ বিভাগের উপসচিব আবু সেলিম মাহমুদুল হাসান; অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পিএস স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মো. ফেরদৌস আলম; সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের পিএস স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব নুরে আলম সিদ্দিকী; শিক্ষামন্ত্রী দীপু মনির পিএস আরপিএটিসি’র উপপরিচালক ড. আবদুল আলিম খান; পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের পিএস রাজউকের পরিচালক ড. শাহরিয়ার ফিরোজ; পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পিএস ই-সার্ভিস স্পোশালিস্ট এনামুল হক; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদম হুমায়ুনের পিএস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াহেদ; বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পিএস কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পরিতোষ হাজরা; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পিএস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়াহিদুর রহমান; খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পিএস বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সহিদুজ্জামান; বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর পিএস বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাসুকুর রহমান; সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদের পিএস বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হাসিফ আহসান; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিএস রাজউকের পরিচালক ড. আবু নঈম মুহাম্মত আবদুস ছবুর; বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিনের পিএস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আখতারুজ্জামান; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের পিএস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব বিশ্বাস রাশেল হুসাইন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পিএস স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব হাফিজুর রহমান চৌধুরী; রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পিএস ইআরডির উপসচিব মোহাম্মদ আতিকুর রহমান; বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের পিএস স্বাস্থ্য সেবা বিভাগের কায়েসুজ্জামান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন এটুআইয়ের ডোমেইন স্পেশালিস্ট মোহাম্মদ খোরশেদ আলম খান।

প্রতিমন্ত্রীদের পিএস হলেন যারা

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পিএস হলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন; প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদের পিএস সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আহমেদ কবীর; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পিএস জননিরাপত্তা বিভাগের উপসচিব মজিবর রহমান; বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পিএস বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল বাশার মো. ফখরুজ্জামান; মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর পিএস সুরক্ষা সেবা বিভাগের উপসচিব বিজয় কৃষ্ণ; শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পিএস জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম উম্মে রেহেনা; নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পিএস ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের পিএস স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহম্মদ মিকাইল; পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পিএস জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব গোলাম মওলা; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএস নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম; জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পিএস বিদ্যুৎ বিভাগের উপসচিব রেজাউল আলম; পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্যের পিএস জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাসির উদ্দিন; পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পিএস গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব নূর আলম; স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পিএস বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মারুফ রশীদ খান; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পিএস জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হেমন্ত হেনরী কৃবি; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের পিএস মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কামরুল হাসান; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের পিএস স্থানীয় সরকার; ময়মনসিংহের উপপরিচালক হারুন অর রশিদ; বেসামরি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলির পিএস ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আ. জলিল; ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর পিএস জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপসচিব খন্দকার ইয়াসির আরেফিন।

উপমন্ত্রীদের পিএস

পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিনুন নাহারের পিএস নরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সানজিদা ইয়াসমিন। তবে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) পিএস নিয়োগের বিষয়টি এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এর আগে গত সোমবার নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে মোট সদস্য ৪৬ জন। নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার ১৫ জন থাকলেও তাদেরও নতুন পিএস নিয়োগ দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা গতকাল মঙ্গলবার থেকে অফিস শুরু করেছেন।

উল্লেখ্য, এতেদিন ধরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দ অনুযায়ী তাদের একান্ত সচিব নিয়োগ করা হতো। এবারই প্রথম পিএসদের তালিকা ঠিক করে দিলো সরকার।
একুশে টেলিভিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *