আগামী জুন ২০২২ পদ্মা সেতু সবধরনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে
বার্তা প্রতিনিধি: বাংলাদেশর সবছেয়ে বড় এবং ব্যয়বহুল দীর্ঘতম সেতু স্বপ্নের পদ্মা সেতু আগামী জুন-২০২২ এ সবধরনের যান-চলাচলের জন্য খুলে দেওয়া হবে জানালেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর তাই চলতি মাসেই কার্পেটিংয়ের শেষ লেয়ারের কাজ সম্পন্ন হবে। গ্যাসলাইনের স্থাপন শেষ। ল্যাম্পপোস্টের কাজের অগ্রগতি প্রায় ৯০ শতাংশ আর মূল সেতুর অগ্রগতি ৯৭ শতাংশ। আর সেতুর শেষ ধাপের অ্যালুমিনিয়ামের রেলিংগুলো সমুদ্রপথে যুক্তরাজ্য থেকে ১৫ মে দেশে পৌঁছার কথা রয়েছে। আর সব মিলিয়ে আগামী জুনেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে
এদিকে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ একেবারে শেষপর্যায়ে এখন। সেতুটি যান চলাচল উপযোগী করতে চলছে ব্যস্ততা। সেতুর কার্পেটিং শেষ পর্যায়ে এখন। ওয়াটার প্রুভিং চারটি লেয়ারের পর দেওয়া হচ্ছে দুই লেয়ারের ১০০ মিলিমিটার পুরুত্বের বিশ্বমানের কার্পেটিং। এর অগ্রগতি ৭৮ শতাংশ। চলতি মাসেই কার্পেটিং শেষ...