Tuesday, April 30বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

আবারো ব্যাপক রদবদল আসছে পুলিশ বিভাগে

বার্তা প্রতিনিধি: দেশের নিরাপত্তা বিভাগের পুলিশ কর্মকর্তা পদে ব্যাপক রদবদল হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারসহ ঢাকা ও ঢাকার বাইরের ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জানা যায় এসএমপি কমিশনার গোলাম কিবরিয়াকে পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি, এসপিবিএনের ডিআইজি নিশারুল আরিফকে সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র‌্যাবের পরিচালক, র‌্যাবের পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে ঢাকার নৌ-পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

তবে এ ছাড়াও সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি এম এ জলিলকে খুলনা অঞ্চলের শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের পুলিশ সুপার, এআইজি তানভীর মমতাজকে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার, এআইজি কামরুজ্জামানকে চাঁদপুর অঞ্চল নৌ পুলিশ ইউনিটে, এআইজি নেছার উদ্দীন আহমেদকে চট্টগ্রাম রেঞ্জ অফিস, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার বেগম সুনন্দা রায় এবং খুলনা অঞ্চলের শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার নাজমুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়াও গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ পুলিশ খুলনা অঞ্চলে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে চট্টগ্রাম শিল্প পুলিশ, এসপিবিএনের পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ফাহিমা হোসেনকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়াকে চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশে বদলি করা হয়েছে।

আরো জানা গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সালমা সৈয়দ পলিকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আর পিবিআইতে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবু আশ্রাফকে ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে। তবে এছাড়াও আর কোন রদবদলের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *