Tuesday, May 14বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

২০২০ সালের ২৫ মার্চ রাত ৯টায় একমিনিট ব্লাক আউট কর্মসূচি পালনের ঘোষনা

নিজস্ব প্রতিনিধি: ১৯৭১ সালের গণহত্যা দিবস উপলক্ষে ২০২০ সালের ২৫ মার্চ রাত ৯টায় এক মিনিটের জন্য সারাদেশের আলো নিভিয়ে ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গত বুধবার (১১ মার্চ) স্বাধীনতা দিবসে পালন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আগামী ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে ।

সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সময় আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সাভার স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে। সীমিত আকারে অনুষ্ঠান পালন করা হবে বলেও জানান তিনি। তিনি সব কার্যক্রম স্বাভাবিক ভাবে পরিচালনার জন্য সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *