Sunday, May 5বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

হিরো আলম ইসি সচিবের পদত্যাগ দাবী করেছেন

বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী হিরো আলম নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিনের পদত্যাগ দাবি করেছেন। গতকাল রাতে তিনি গনমাধ্যমকে এ কথা জানান
বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে গতকাল বুধবার দিবাগত রাতে তিনি গণমাধ্যমে এ দাবি করেন।
এর আগে, বুধবার দুপুরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এক সভায় বলেন, হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়। সেও বলে যে ‘নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি।

এরই প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ইসি সচিব আমাকে ইনসাল্ট (অপমান) করে কথা বলেছে। বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেছেন। আমি অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব।

সব মানুষই নির্বাচন করার অধিকার রাখে দাবি করে বগুড়া-৪ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি গরিব মানুষ বলে কি নির্বাচন করতে পারব না? সচিবরা হচ্ছেন রাষ্ট্রের চাকর। জনগণের টাকায় তাদের বেতন হয়। জনগণের সঙ্গে আদব নিয়ে কথা বলা দরকার।

তাকে অপমান করা হয়েছে অভিযোগ করে হিরো আলম আরও বলেন, একজন সচিব এমপি প্রার্থীর সঙ্গে তুই-তোমারি করে কথা বলতে পারেন না। তিনি আমারে ইনসাল্ট (অপমান) করে কথা বলেছেন। আমি সচিবের কথার নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করছি।

হিরো আলম বগুড়া-৪ আসনে প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ভোটারদের জাল স্বাক্ষরের অভিযোগে তার মনোনয়টি বাতিল করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করেও মনোনয়ন ফেরত পাননি। এরপর হাইকোর্ট গিয়ে মনোনয়নপত্র ফেরত পান হিরো আলম।

আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায়, তা প্রমাণ হলো। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণ হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *