Friday, May 3বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

বিদায়ী মালিঙ্গার ক্রিকেট দুনিয়ার অসংখ্য রেকর্ড

বার্তা প্রতিনিধি: আবারো শ্রীলংকার জাতীয় দল থেকে আরো একজনকে বিদায় নিতে হবে। বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেই বিদায়ী ম্যাচ লংকান পেসার লাসিথ মালিঙ্গার। এই তারকা ক্রিকেটার একদিনের ক্রিকেটে গড়েছেন অসংখ্য কীর্তি।

তবে একনজরে দেখে নেয়া যাক ৩৫ বছর বয়সী এই পেসারের ওয়ানডে ক্যারিয়ারের সব রেকর্ড-

* একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০ম সর্বোচ্চ উইকেটশিকারি মালিঙ্গা। ২১৯ ম্যাচ খেলে ৩৩৫ উইকেট। বিদায়ী ম্যাচে ৩ উইকেট নিতে পারলে টপকে যাবেন অনিল কুম্বলেকে।

* চার বিশ্বকাপে ৫৬ উইকেট তাঁর। বিশ্বকাপের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারের রেকর্ড। তার সামনে রয়েছেন কেবল গ্লেন ম্যাকগ্রা (৭১) ও মুত্তিয়া মুরালিধরন (৬৮)।

* প্রতি কমপক্ষে ১২টি করে উইকেট শিকার নিয়েছেন মালিঙ্গা। এ নজির বিশ্বের আর কারও নেই।

* ওয়ানডেতে হ্যাটট্রিক আছে তিনটি। এছাড়া চার বলে ৪ উইকেট নেয়ার কীর্তি রয়েছে কেবল তারই।

* ২০১১-১৪ সাল পর্যন্ত ১০২ ওয়ানডে খেলে ১৬৩ উইকেট নিয়েছিলেন। এ চার বছরে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার।

* জেতা ম্যাচে মালিঙ্গার স্ট্রাইকরেট ২৪.৭। দলকে জেতানোর ম্যাচে কমপক্ষে ১৫০ বা এর বেশি উইকেট নেয়া বোলারদের মধ্যে এটিই সেরা স্ট্রাইকরেট।

* জেতা ম্যাচে তার উইকেট সংখ্যা ২১২ এবং হারা ম্যাচেও ১১২।

* এশিয়া কাপে ১৪ ম্যাচে ২৯ উইকেট তাঁর। শুধু মুরালিধরনই রয়েছেন তার সামনে। লংকান কিংবদন্তি স্পিনার ২৪ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট।

* ওয়ানডে ক্রিকেটে পাঁচ বা এর বেশি উইকেট শিকার করেছেন ৮ বার। রয়েছেন তালিকার ৫ নম্বরে।

* ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে মালিঙ্গার সর্বোচ্চ রান ৫৬।

* ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে নবম উইকেটে ১৩২ রানের জুটি গড়ে নবম-১০ম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড করেন তিনি।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *