Friday, May 3বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

অনেক মানসিক চাপে জেলহাজতে মিন্নি

বার্তা প্রতিনিধি: বরগুনায় স্বামী হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নি তেমন কোনো গুরুতর অসুস্থ নন, একটু শারীরিক ব্যাথা বেদনা থাকতে পারে। এত বড় একটা ঘটনা ঘটে গেল তাই মানসিকভাবে একটু চাপে আছেন। ভয়ের কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই। তিনি ভালো আছেন।’

শুক্রবার সকালে (২৬ জুলাই) সকালে জেল হাজতে মিন্নির চিকিৎসায় যাওয়া বরগুনা সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এসব কথা বলেন।

রিফাতের স্ত্রী মিন্নিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, ‘না তেমন কোনো কিছু দেখা যায়নি। তাছাড়া মিন্নিও তেমন কিছু বলেননি। তবে তাঁর একটু ঘুম কম হচ্ছে। সকালে যেহেতু জেলাখানার কিছু নিয়মকানুন আছে, সেহেতু সকালবেলা তিনি ঘুমাতে পারেন না। আমরা কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তিনি যতটুকু বিশ্রাম নিতে চান তা যেন নিতে পারেন। জেল কর্তৃপক্ষও সেটা দেখবেন বলে জানিয়েছেন।’

তবে ডা. হাবিবুর রহমান আরো বলেন, ‘আমাদের সঙ্গে নারী চিকিৎসকও ছিলেন। মিন্নির পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই। মিন্নিকে বাইরের উন্নত চিকিৎসা দেওয়ার দাবি মিন্নির পরিবারের- এ প্রসঙ্গে ডা. হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে তেমনটি মনে হয়নি।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *