Tuesday, May 14বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

পবিত্র ঈদুল আজহা আগামী ১২ই আগষ্ট

বার্তা প্রতিনিধি: মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে ১৪৪০ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ গতকাল শুক্রবার দেখা গেছে। ফলে আজ ৩ আগস্ট শনিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১২ আগস্ট সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

ধর্ম প্রতমিন্ত্রির সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

অন্যদিকে আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালন করবেন হাজিরা । আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে পবিত্র মক্কা। এরই ধারাবহিকতায় আগামী ১১ আগস্ট রবিবার সৌদি আরবে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদী আরবের ১ দিন পরই সবসময় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উৎযাপিত হয়। তাই বাংলাদেশে পবিত্র হজ্ব শেষের ১দিন পর অর্থাৎ আগামী ১২ই আগষ্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকার সরকারী ভাবে প্রতিটি স্থানে আগের মত করে ঈদ জামায়াতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সূত্র: কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *