Saturday, May 18বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

ডেঙ্গু প্রকপ আকার ধারন করতে পারে জোরালো হচ্ছে সরকারী ব্যবস্থাও

বার্তা প্রতিনিধি: বাংলাদেশে আতংকিত ডেঙ্গুর প্রাদুর্ভাব গত মাসের চেয়েও বেপরোয়া হয়ে উঠছে চলতি মাসের প্রথম ২ দিনেই। গত দুই দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা পৌঁছে গেছে ৩ হাজার ৬৫০ জনে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই হারে বাড়তে থাকলে চলতি মাসের শেষে হাসপাতালে রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জুলাই মাসে যা উঠেছিল ১৫ হাজার ৬৪৩ জনে। এমন পরিস্থিতির মধ্যেই এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু ভাইরাস পরীক্ষার উপকরণের। সরকারি-বেসরকারি অনেক হাসপাতালেই পর্যাপ্ত উপকরণ নেই। ফলে পরীক্ষা করতে গিয়ে ফিরে যেতে হচ্ছে কিংবা এখানে ওখানে ঘুরে ঘুরে হন্যে হতে হচ্ছে রোগীদের। এতে করে মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উদ্বেগ। তবে সরকারী ভাবে ডেঙ্গুর মেডিসিন খুব দ্রুত বিদেশ থেকে আমদানী করে চেষ্টা অব্যাহত রেখেছে সরকার।

অন্যদিকে আরো জানা গেছে, ঢাকায় ও ঢাকার বাইরে গত তিন-চার দিন দিন ধরে উপকরণ না থাকার অজুহাতে পরীক্ষা বন্ধ রেখেছে বিভিন্ন হাসপাতাল। তবে বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষার উপকরণ না থাকার বিষয়টিকে কৃত্রিম সংকট বলে অভিযোগ তুলেছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেই। দেশের প্রায় বিভিন্ন জেলায় উপজেলায় প্রতিটি সরকারী ও বেসরকারী হাসপাতালগুলোতে ডেঙগু রোগীদের ভীড় বাড়তেইছে বলে খবরে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র: কালের কন্ঠ

One Comment

  • Good day! banglarbarta21.com

    We present

    Sending your business proposition through the Contact us form which can be found on the sites in the contact partition. Feedback forms are filled in by our application and the captcha is solved. The profit of this method is that messages sent through feedback forms are whitelisted. This technique raise the chances that your message will be read.

    Our database contains more than 25 million sites around the world to which we can send your message.

    The cost of one million messages 49 USD

    FREE TEST mailing of 50,000 messages to any country of your choice.

    This message is automatically generated to use our contacts for communication.

    Contact us.
    Telegram – @FeedbackFormEU
    Skype FeedbackForm2019
    Email – FeedbackForm@make-success.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *