Sunday, May 19বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

নিয়ন্ত্রন হারীয়ে ইট বোঝাই ট্রাক নদীতে

আবীর, বার্তা প্রিতিনিধি: ইট বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে সাভারের আশুলিয়ায় ব্রিজ থেকে ইটবোঝাই ট্রাক পড়ে গিয়ে তুরাগ নদীর ৪০ ফিট গভীরে তলিয়ে গেছে। এ ঘটনার পর ট্রাকচালকসহ দুজনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পথে মরাগাঙ্গ এলাকায় ব্রিজে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায় ট্রাকটি। ট্রাকচালকসহ দুজনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুজন।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ট্রাকটি নদীর ৪০ ফিট নিচে রয়েছে। উদ্ধারকাজ চলছে। তবে বাকি লাশ গুলো খুজে পেতে উদ্ধার তৎফরতা অব্যাহত আছে বলে জানান উদ্ধারকারীরা।

মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *