Monday, May 6বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

ঢাকা থেকে লঞ্চ যুগে যাতায়াতে মানুষের ঢল

বার্তা প্রতিনিধি: ঈদের ছুটিতে রাজধানী থেকে সদরঘাট হয়ে নৌপথে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। শুক্রবার ভোর থেকে ৪১টি নৌরুটের প্রায় নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রীবোঝাই করে ঘাট এলাকা ত্যাগ করতে দেখা গেছে।

চলতি সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় এদিন আবহাওয়া ভালো থাকায় সাচ্ছন্দ্যে যাত্রীদের লঞ্চের ছাদ, ডেক ও সামনের খালি জায়গাগুলোতে আরোহণ করতে দেখা গেছে।

এদিকে বিকালে বরিশালগামী একটি লঞ্চে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে দুইযাত্রী আহত হয়েছেন। ওই যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

তবে সন্ধ্যা সাতটার দিকে নৌকা থেকে লঞ্চে উঠার সময় লঞ্চের ধাক্কায় নৌকা উল্টে তিন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকার সদরঘাট নৌট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, দু’একটি ছোট-খাটো ঘটনা ছাড়া সারা দিন বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে লঞ্চে উঠেছেন। যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে পুলিশ, নৌপুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, নৌবাহিনীর সদস্য, আনসার ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন বলে জানান তিনি।
সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *