Thursday, May 16বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

ডা: দিপুমনি হলেন বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী

মাহমুদুল হাছান, চট্টগ্রাম প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মন্ত্রীর পদমর্যাদায় এই প্রথম ইতিহাস গড়লেন ডা: দিপুমনি এমপি। আধুনিক শিক্ষা-দীক্ষায় মুসলিম নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার দেশে এই প্রথম কোনো নারী শিক্ষামন্ত্রী হচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শুরু হয়েছে সরকার গঠন প্রক্রিয়া। মন্ত্রিসভা গঠনে রবিবার সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মন্ত্রিপরিষদ থেকে ফোন করে শপথের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে ডা. দীপু মনি। দীপু মনির শিক্ষামন্ত্রী হওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দেশের স্বাধীনভাবে পথচলা শুরু হওয়ার ৪৭ বছর পর এই প্রথম কোনো নারী শিক্ষামন্ত্রী হচ্ছেন।

এবারের মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ জন। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৩ জন। রবিবার বিকেলে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শিক্ষাখাতে আমুল পরিবর্তন ও শিক্ষার মান আরো উন্নত হবে এই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *