Monday, April 29বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

চীন সফরে থাকলেও বাংলাদেশের খেলা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

বার্তা প্রতিনিধি: চীন সফর নিয়ে আজ সোমবার গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত পরশু শনিবার চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি বলেন চীনে বসেও বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা দেখতে ভুলেনি। ক্রীড়ামোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন। তিনি আরো বলেন আমি আমার দলের সবগুলো খেলা দেখেছি। চীনে বসেও আমি কিন্তু খেলাগুলো দেখেছি। আমার ছেলেরা খেলাধূলায় উন্নতি করেছে। নামিদামি দলের সঙ্গে খেলা এটি কিন্তু কম কথা নয়। আমি আমার ছেলেদের কখনও কোনো দোষ দিই না। আমার ছেলেদের কেউ খারাপ বলতে পারবে না।

সেখহাসিনা আরো বলেন, ‘আমরা খেলাধূলায় এতদূর যে এসেছি সেটিও বড় কথা। আমি কাউকে দোষ দেব না। খেলা এমন একটা জিনিস, ভাগ্যও কিন্তু লাগে। আমরা নিজেদের ছোট করি কেন? বরং বলেন জাঁদরেল দল যারা দীর্ঘদিন ধরে খেলেছে, তাদের বিরুদ্ধে এটিই কম কোথায়? আমাদের ছেলের ধন্যবাদ দেব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম যখন ক্ষমতায় ছিলাম ওবায়দুল কাদের ক্রীড়ামন্ত্রী ছিলেন। ছোটবেলা থেকে খেলায় অভ্যস্ত করে তোলা, খেলোয়াড় তৈরির নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষ দেওয়ার কিছু নাই। ভালো ভালো দেশও তো পারেনি তাদেরও দোষ দেন। আমি আমার ছেলেদের কখনো দোষ দেই না। নিরুৎসাহিত করি না। বরং ফোন করে বলি তোমরা ভালো খেলেছো।’

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে গত ১ জুলাই বেইজিং যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে গত শনিবার (৬ জুলাই) তিনি দেশে ফিরে আসেন।

সূত্র: মানবকণ্ঠ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *