Tuesday, May 7বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

উত্তরায় বিজিবি মার্কেটে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

অনলাইন ডেক্স: প্রথমে বঙ্গবাজার পরে নিউমার্কেট আর এবার রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিজিবি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে কাজ করে দুটি ইউনিট।

রাজধানীর উত্তরায় আগুন
রাজধানীর উত্তরায় আগুন

পরে আরো ৩টি ইউনিট পাঠানো হয়। বিজিবি মার্কেটে আগুনের সূত্র কোথায় থেকে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে আগুনে প্রায় ১৩টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে এবং আরো বেশ কয়েকটি দোকান আংশিক পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ফায়ার সার্ভিস সূত্রে যানা যায় সকালে প্রায় অনেক দোকান খোলা অবস্থায় মাঝখানের একটি দোকান থেকে আগুনের দোয়া দেখার পর সংশ্লিষ্টরা ফায়ার সার্ভিসকে খরব দেয়। আগুন লাগার কারনে অনেক দোকানদার প্রায় নিঃশ হয়ে গেছে বলে জানান অনেকে।

এদিকে আগুন লাগার কারনে কোন হতাহত বা কেমন ক্ষয়ক্ষতি তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *