Tuesday, April 30বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

অমর একুশে বই মেলার উদ্বাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বার্তা প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও বাংলা একাডেমি প্রাঙ্গনে মাসব্যাপী অমর একুশে বই মেলার উদ্বাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বই মেলার উদ্বোধন করেন তিনি।

এবারের বইমেলার থিম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে। মেলার বিন্যাসের মাধ্যমে মুজিববর্ষের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। সে অনুযায়ী এ বছর সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণটি ‘শিকড়’, ‘সংগ্রাম’, ‘মুক্তি’ ও ‘অর্জন’ এ চারটি নামে নামকরণ করা হয়েছে।

অনুষ্ঠান মঞ্চের আলোচনার বিষয়ও হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে। প্রতিদিনের মেলা মঞ্চের আলোচনা-সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, আবৃত্তি, নৃত্যসহ সবকিছুই আবর্তিত হবে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে।

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের হাতে সম্মাননা, পদক ও অর্থমূল্য ৩ লাখ টাকার চেক তুলে দেন। অন্য বছরের তুলনায় এবার ২১শে বই মেলা আরো প্রানবন্ত পাবে বলে সকলের ধারনা।
সূত্র: মানবকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *