Tuesday, November 12বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পচন্দের পিৎজা তৈরি করুন ঘরেই

বার্তা প্রতিনিধি: আমরা প্রাই বাইরে গিয়ে পিৎজা খাই। আর এটি খেতে কে না পছন্দ করেন। সকালের নাস্তায় ও শিশুদের টিফিনের জন্য ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক পিৎজা। ঘরেই মাত্র ১০ মিটিটে তৈরি করুন ব্রেড পিৎজা।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ব্রেড পিৎজা-

উপকরণ
পাউরুটি- ১০ স্লাইস , ক্যাপসিকাম কুচি- আধ কাপ, চিকেন সেদ্ধ- আধ কাপ, চিজ স্লাইস-১০টি, টমাটো সস- পছন্দমতো, সেদ্ধ কর্ন- সোয়া কাপ, পেঁয়াজ ২টি (স্লাইস করা), চিলি ফ্লেক্স- সামান্য, লবণ- স্বাদমতো।

প্রণালি
গরম তাওয়া বা ফ্রাইপ্যানে পাউরুটি দিন। তারপর পাউরুটির উপর স্লাইস চিজ, টমাটো সস, ক্যাপসিকাম কুচি, চিকেন সেদ্ধ, কর্ন সেদ্ধ, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। তারপর পাউরুটির নিচটা বাদামি হতে আর চিজটা গলতে দিন। দেখবেন পুড়ে যেন না যায়। চিজ গলে গেলে নামিয়ে পরিবেশন করুন।
সূত্র: যুগান্তর

1 Comment

  • Hey there, I think your blog might be having browser compatibility issues. When I look at your blog site in Ie, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, fantastic blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *