[user_registration_form id=”6089″]বার্তা প্রতিনিধি: বাংলাদেশের অর্থনৈতি অবাকাঠামো উন্নয়নে বাজেট এক অপরিহাহ্য বিষয়। যার কারনে করোনা পরিস্থিতির মাধ্যমেও আসন্ন ২০২১-২২ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন।
জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) বিকাল তিনটায় অনুষ্ঠেয় সংসদের বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করবেন। এটি বর্তমান একাদশ সংসদের তৃতীয় বাজেট। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে সই করবেন।
বিশ্বের মত বাংলাদেশেও করোনা সংক্রমণজনিত কারণে মন্ত্রিসভার সীমিত সংখ্যক সদস্য বিশেষ এ বৈঠকে অংশ নেন।
এদিকে মন্ত্রিসভায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন— মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বাজের প্রর্যালোচোনায় করোনা পরিস্থিতির মাঝেও এই ধরনের বাজের জনগনের জন্য সুফল বয়ে আনবে বলে বিশ্বার অর্থমন্ত্রীর।