Tuesday, April 30বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

জাতীয়

বিমান চিনতাইয়ের ঘটনার দিন স্ক্যানিংয় মেশিন নিরব ছিল মনে হয়

বিমান চিনতাইয়ের ঘটনার দিন স্ক্যানিংয় মেশিন নিরব ছিল মনে হয়

জাতীয়
বার্তা প্রতিনিধি: বিমান চিনাতাই তো হবার কথা না। কারন বিমান বন্দর নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সবসময়। কিন্তু সেদিন ময়ূরপঙ্খি ছিনতাইচেষ্টায় পলাশের ব্যাগ স্ক্যানিংয়ে অস্ত্রের অস্তিত্ব ধরা পড়ল না কেন ঘুরে ফিরে এ প্রশ্ন সামনে চলে আসছে এয়ারপোটের নিরাপত্তা নিয়ে। সব আলোচনা হচ্ছে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় জব্দ করা খেলনা পিস্তল নিয়েও। নিরাপত্তা বিশ্লেষকদের প্রশ্ন- অস্ত্রটি খেলনা হোক আর আসল হোক তা হযরত শাহজালাল বিমানবন্দরের লাগেজ স্ক্যানার মেশিনে ধরা পড়ার কথা। কিন্তু কেন ধরা পড়ল না। তাদের প্রশ্ন, তা হলে কি লাগেজ স্ক্যানার মেশিন ঠিকমতো কাজ করছিল না? সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা এ বিষয়ে বলছেন, লাগেজ স্ক্যানার মেশিন ঠিক আছে। ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র বিভিন্ন কাগজে মুড়িয়ে পরীক্ষা করে দেখেছেন মেশিন ঠিক আছে। আমাদের চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, ময়ূরপঙ্খি ছিনতাইচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় জব্দ প্লাস্টিকের খেলনা