
পপ তারকা মাইকল জ্যাকসনের বাড়িটি ২২ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছেন তার বন্ধু
বিনোদন বার্তা: বিশ্ব কাঁপানো পপ তারকা মাইকেল জ্যাকসনের স্মৃতিবিজরিত 'দি নেভারল্যান্ড র্যাঞ্চ' বাগানবাড়িটি বিক্রি হয়ে গেলো। এই পপতারকা চলে যাওয়ার পর দীর্ঘদিন ধরেই বিক্রির চেষ্টা চলছিলো আলিশান এই বাড়িটি। ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়ায় অবস্থিত বিলাসবহুল বাড়িটি ২২ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছেন তারই বন্ধু রন বার্কল।
পপ তারকা মাইকেল জ্যাকসনের এই বাড়িটি দুই হাজার ৭০০ একর ( ১১ শ’ হেক্টর) জমির উপর নির্মিত। এর আগে ২০১৫ সালে বাড়িটির দাম উঠেছিল ১০০ মিলিয়ন মার্কিন ডলার। সেই দামের তুলনায় বাড়িটি ন্যায্য দামের চার ভাগের একভাগ দামে বিক্রি করা হয়েছে। সবশেষ গত বছর বাড়িটির দাম উঠে ৩১ মিলিয়ন ডলার।
জানা যায় এই পপ তারকা মাইকেল জ্যাকসন ১৯৮৭ সালে এই অট্টালিকাটি কিনেছিলেন সাড়ে ১৯ মিলিয়ন ডলারে। তখন এই টাকা পরিশোধ করতে তাকে বহু কষ্ট করতে হয়েছে।
বাড়িটি কেনার পর পপ সম্রাট বাড়িটি তিল তিল করে মনের মত করে ক