
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ বাড়ছে সাথে বেতনও, চুক্তি আগামী সপ্তাহে
বিশ্বকাপে জাদু দেখানোর পর নতুনি করে পিএসজির সঙ্গে মেয়াদ বাড়াতে চায় ক্লাবের পরিচালক। পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ জুনে। এর আগেই দুই পক্ষ চুক্তি নবায়নের ব্যাপারে আত্মবিশ্বাসী। নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসি পিএসজি আসবেন। পিএসজি’র পরিচালকদের সঙ্গে বৈঠকে বসবেন।
পিএসজির উদ্দেশ্যে পরিষ্কার, নতুন চুক্তি কয় বছরের হবে, চুক্তির শর্তে কী কী থাকবে এসব নিয়ে আলোচনা করবেন তার বাবা। আলোচনা হবে আরও একটি বিষয়ে। চুক্তি নবায়ন করলে মেসির বেতন কত হবে? সংবাদ মাধ্যম মার্কা গত ডিসেম্বরে নিশ্চিত করেই বলেছে যে, মেসি ও পিএসজি চুক্তি নবায়নের বিষয়ে সম্মত হয়েছে। শুধু সবকিছু চূড়ান্ত করে সই করা বাকি।
মেসির বাবা মার্কা আরো জানিয়েছে যে, পিএসজি মেসিকে মোটা অঙ্কের বেতনের প্রস্তাব করবে। বর্তমানে তিনি বছরে পিএসজি থেকে কর বাদ দিয়ে ৩