Saturday, July 27বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

Day: May 26, 2023

যুক্তরাষ্টের নতুন ভিসানীতি বাংলাদেশের রাজনীতিক ব্যক্তিদের জন্য হুমকি হতে পারে তবুও স্বাগত জানালো সরকার

যুক্তরাষ্টের নতুন ভিসানীতি বাংলাদেশের রাজনীতিক ব্যক্তিদের জন্য হুমকি হতে পারে তবুও স্বাগত জানালো সরকার

অনলাইন নিউজ, জাতীয়, সম্প্রতি সংবাদ
অনলাইন ডেক্স: অবশেষে বাংলাদেশের উপর যুক্তরাষ্টের ভিসানীতি চাপিয়ে দেওয়া হলো। শর্তে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনে বাধা, কারচুপি বা অনিয়ম করলে দায়ী ব্যক্তি বা তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে তথাকথিত বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের জন্য হুমকি এই নিষেধাজ্ঞার পরদিন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ বৈঠক আগে থেকে ঠিক করা ছিল এবং দুই দেশের বিষয়াদি নিয়ে আলোচনার নিয়মিত বৈঠকের অংশ। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সব বিষয়ে আলোচনা করেছি।