Thursday, May 2বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

চাঁদপুর জেলা কল্যান পরিষদের ৪৬তম সম্পৃতি সমাবেশ আগ্রাবাদ হোটেল জামানে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: আজ চাঁদপুর জেলা কল্যান পরিষদের আয়োজনে আগ্রাবাদ হোটেল জামানে পরিষদের নির্বাহি কমিটি ও সদস্যদের উপস্থিতিতে এক বর্নাঢ্য সম্পৃতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কল্যান পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব জাবেদ আলী ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম উপদেষ্টা জনাব বাবু খোকন ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যান পরিষদের সাধারন সম্পাদক জনাব শামিম হাছান, অর্থ সম্পাদক জনাব হুমায়ুন খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জনাব হুমায়ুন মিয়াজি, দফতর সম্পাদক জনাব সাজেদুল আলম, আজিবন সদস্য এডভোকেট ব্যারিষ্টার আবুল খায়ের, সহ অন্যান্য নেত্রিবৃন্দ। চাঁদপুর জেলা কল্যান পরিষদের সভাপতি অনুউপস্থিত থাকায় পরিষদের ৪৬তম সম্পৃতি সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব কাজি আব্দুস সোবাহান। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রিবৃন্দ ছাড়াও আজিবন সদস্যবৃন্দ ও সাধারন- পুরষ ও মহিলা সদস্যবৃন্দ। ২০১২ সালে গঠিত হওয়া এই সংগঠনটি যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই পর্যন্ত এসেছে তাদের স্মৃতি চারনে আগত অতিথিবৃন্দ মুগ্ধ হন। পারস্পরিক সহমর্মিতা ও একই জেলার লোকজন হওয়ায় এই অনুষ্ঠানটি সকলের নিকট প্রানবন্ত হয়ে উঠে। বক্তারা তাদের বক্তৃতায় বলেন এটি একটি সামাজিক সংগঠন এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন তারা সকলেই এক জনে আরেকজনের আপনজন। ইতি পূর্বেও এই সংগঠনের পরিচয়ের মাধ্যমে অনেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছেন আগামীতেও পাবেন। চাঁদপুর জেলা কল্যান পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব জাবেদ আলী ভুঁইয়া তার বক্তব্যে আরো বলেন এই সমিতির সাথে জড়িত যারা গরীব আছেন তাদের সন্তানদের ঠিকমত লেখাপড়া করাতে পারছেননা, পরিষদের যারা বিত্তবান তারা যেন অন্তত একজন ছাত্রের দায়িত্ব নেন। এছাড়াও আরো যেন উন্নয়ন মূলক কাজ করা যায় সেব্যাপারেও কমিটিকে পরামর্শ দেন তিনি। বাবু খোকন ভট্টাচার্য তার কক্তৃতায় বলেন আমাদের এখন ৫০০ সদস্য যদি আমরা চাঁদপুরের আরো যারা আছেন তাদেরকে এক ছায়ার নিছে নিয়ে আসতে পারি তাহলে সংগঠনের পরিধি আরো বাড়বে এবং সামাজিক কার্যক্রমের আরো গতিশিল হবে। সংগঠনের পক্ষ থেকে একটি লাইব্রেরী প্রতিষ্ঠার ঘোষনা দেওযা হয় নেত্রিবৃন্দের পক্ষ থেকে। পরিশেষে আগামী ডিসেম্বরে পরিষদের সকল সদস্যদের অংশগ্রহনে কক্সবাজার আনন্দ সফরে যাওয়ারও ঘোষনা দেয়া হয়। পরিষেশে সভাপতি তার বক্তব্যে বলেন চাঁদপুর জেল কল্যান পরিষদ চট্টগ্রামে কোন অনুষ্ঠান করা মানে চাঁদপুরের গুনিজনদের মিলন মেলা, একে অপরের সাথে কৌশল বিনিময়। আপনাদের আরো উপস্থিতি এবং পরামর্শ আমরা এই সংগঠনটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *