Saturday, April 27বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

কিছু আবিস্কারকের নাম ও সাল

প্রশ্নঃ কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তরঃ হাওয়ার্ড অ্যাইকন
প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লজ ব্যাবেজ
প্রশ্নঃ সর্বপ্রথম কখন মিনি কম্পিউটার তৈরি হয়?
উত্তরঃ ১৯৬৪ সালে।
প্রশ্নঃ বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
উত্তরঃ পিডিপি-১।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম
কি?
উত্তরঃ মাইক্রোসফট কর্পোরেশন।
প্রশ্নঃ বর্তমান বিশ্বে প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারের
নাম কি?
উত্তরঃ আইবিএম মার্ক-১।
প্রশ্নঃ সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরটির নাম
কি?
উত্তরঃ ইনটেল ৪০০৪।
প্রশ্নঃ ল্যপটপ, লাইফ বুক, নেটবুক, নেটটপ কি?
উত্তরঃ ছোট কম্পিউটার।
প্রশ্নঃ আইপ্যাড কি?
উত্তরঃ ট্যাবলেট কম্পিউটার।
প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস আসলে কি?
উত্তরঃ একধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।
প্রশ্নঃ লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে?
উত্তরঃ ট্যাভেলড লিনাক্স।
প্রশ্নঃ মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তরঃ ক্ষুদ্র বা ছোট।
প্রশ্নঃ বিশ্বে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তরঃ অ্যাডা লাভলেস (ব্রিটেন)।
প্রশ্নঃ কম্পিউটার প্রোগ্রামিং এর জনক কে?
উত্তরঃ গ্রেস হুপার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ লেজার প্রিন্টারের জনক কে?
উত্তরঃ গেরি স্ট্রাকওয়েদার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের সকল
ফলাফল কাগজে ছাপানো হয় তার নাম কি?
উত্তরঃ প্রিন্টার।
প্রশ্নঃ আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ বিল মোগরিজ।
প্রশ্নঃ টেলিফোনের জনক কে?
উত্তরঃ আরেকজান্ডার গ্রাহাম বেল।
প্রশ্নঃ মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ মার্টিন কুপার।
প্রশ্নঃ সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ।
প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতির
নাম কি?
উত্তরঃ টেলি মেডিসিন
প্রশ্নঃ বিশ্বে ইন্টারনেটর জন্ম হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে।
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিনটন জি কার্ফ।
প্রশ্নঃ কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান-প্রদান
প্রযুক্তিকে কি বলা হয়?
উত্তরঃ ইন্টারনেট।
প্রশ্নঃ ওয়েবের জনক কে?
উত্তরঃ টিম বার্নাস লি।
প্রশ্নঃ ই-মেইলের জনক কে?
উত্তরঃ রে টমলিনসন।
প্রশ্নঃ উইকিপিডিয়ার জনক হিসাবে পরিচিত কে?
উত্তরঃ জিমি ওয়ালস।
প্রশ্নঃ গুগলের ইমেইল সেবা জিমেইল কার্যক্রম শুরু হয়
কবে?
উত্তরঃ ২১ মার্চ ২০০৪ সালে।
প্রশ্নঃ গুগল নিউজ চালু হয় কখন?
উত্তরঃ ২০০২ সালের মার্চে।
প্রশ্নঃ গুগলের সামজিক যোগাযোগ সেবা গুগল বাজ চালু
হয় কবে?
উত্তরঃ ৯ ফেব্রয়ারি ২০১০ সাল।
প্রশ্নঃ উইকিপিডিয়া কি?
উত্তরঃ ওয়েবভিত্তিক, বহুভাষীক মুক্ত বিশ্বকোষ।
প্রশ্নঃ মাইক্রোপ্রসেসরের জনক কে?
উত্তরঃ মার্সিয়ান টেড হফ।
প্রশ্নঃ গুগলের জনক কে?
উত্তরঃ ল্যারি পেজ ও সার্জে ব্রিন।
প্রশ্নঃ জাভা প্রোগ্রামিং ভাষার জনক কে?
উত্তরঃ জেমস হজলিং।
প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম ডিজিটাল গ্রন্থাগার
হিসেবে পরিচিত কোনটি?
উত্তরঃ গুটেনবার্গ প্রকল্প।
প্রশ্নঃ গুটেনবার্গ প্রকল্প প্রতিষ্ঠা পায় কবে?
উত্তরঃ ১ ডিসেম্বর ১৯৭১।
প্রশ্নঃ গুটেনবার্গ প্রকল্পের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মাইকেল র্স্টান হার্ট (যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ ছাপার অক্ষরে ডিজিটাল লাইব্রেরি শব্দটি
প্রথম ব্যবহার করা হয় কবে?
উত্তরঃ ১৯৮৮ সালে।
প্রশ্নঃ ই-বুকের জনক কে?
উত্তরঃ মাইকেল র্স্টান হার্ট (যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ গুগল ই-বুকের যাত্রা শুরু কবে?
উত্তরঃ ২০১০ সালে।
প্রশ্নঃ বাংলাদেশে ই-বুকের যাত্রা শুরু কবে?
উত্তরঃ ২৪ এপ্রিল ২০১১।
প্রশ্নঃ সিডি এর জনক কে?
উত্তরঃ নোরিও ওহগা (জাপান)।
প্রশ্নঃ মুক্ত সফটওয়্যার আন্দোলন করেন কে?
উত্তরঃ রিচার্ড ম্যাথিউ স্টলম্যান।
প্রশ্নঃ ইয়াহু এর জনক কে?
উত্তরঃ ডেভিড ফিলো এবং জেরি ইয়াং।
প্রশ্নঃ ইয়াহু মেইল সেবা চালু হয় কবে?
উত্তরঃ ৮ অক্টোবর ১৯৯৭।
প্রশ্নঃ ইউটিবের জনক কে?
উত্তরঃ চ্যাড হারলি, স্টিভ চ্যান ও জাবেদ করিম।
প্রশ্নঃ মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বিল গেট ও পল অ্যালেন।
প্রশ্নঃ মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭৫।
প্রশ্নঃ মাইক্রোসফট কর্পোরেশনের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ রেডমন্ড, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ টুইটারের জনক কে?
উত্তরঃ জ্যাক ডোরেসে, নোয়া গ্লাস, ইভান উইলিয়ামস
ও বিজস্টোন।
প্রশ্নঃ ভিডিও গেমসের জনক কে?
উত্তরঃ রাল্ফ এইচ বেয়ার।
প্রশ্নঃ আধুনিক ভিডিও গেমসের জনক কে?
উত্তরঃ শিজেরু মিয়ামোটো।
প্রশ্নঃ মাইক্রোসফট উইন্ডোজ কি?
উত্তরঃ মাইক্রোসফট কর্পোরেশনের বহুল ব্যবহৃত
অপারেটিং সিস্টেম।
প্রশ্নঃ লেজার কবে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৬ মে ১৯৬০।
প্রশ্নঃ ইউটিউবের প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ১৪ ফেব্রয়ারি ২০০৫।
প্রশ্নঃ মজিলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ১৫ জুলাই ২০০৩।
প্রশ্নঃ লেজার কবে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৬ মে ১৯৬০।
প্রশ্নঃ ব্লগিং এর জনক কে?
উত্তরঃ ইভান উইলিয়ামস
প্রশ্নঃ যিনি ব্লগ পেস্ট করেন তাকে কি বলে?
উত্তরঃ ব্লগার।
প্রশ্নঃ মজিলা কর্পোরেশন প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ৩ আগস্ট ২০০৫।
প্রশ্নঃ মজিলা ফায়ারফক্সের জনক কে?
উত্তরঃ ব্লেইক রস ও ডেভ হায়াট।
প্রশ্নঃ নোকিয়ার জনক কে?
উত্তরঃ ফ্লেডিক আইডেসটাম।
প্রশ্নঃ নোকিয়া কোম্পানি প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ১৮৬৫ সালে।
প্রশ্নঃ উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জুলিয়ান অ্যাসাঞ্জ।
প্রশ্নঃ উইকিলিকসের প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ২০০৬ সালে।
প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মার্ক জুকারবাগ।
প্রশ্নঃ ফেসবুক প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ৪ ফেব্রয়ারি ২০০৪।
প্রশ্নঃ অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন।
প্রশ্নঃ অ্যাপল এর প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ১ এপ্রিল ১৯৭৬।
প্রশ্নঃ আইফোন এর প্রস্তুতকারক কে?
উত্তরঃ অ্যাপল কম্পিউটার।
প্রশ্নঃ ডেল কম্পিউটারের প্রতিষ্ঠাতাকে?
উত্তরঃ মাইকেল ডেল।
প্রশ্নঃ ডেল এর প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ৪ নভেম্বর ১৯৮৪।
প্রশ্নঃ এইচপি কম্পিউটারের জনক কে?
উত্তরঃ উইলিয়াম হিউলেট ও ডেভিড প্যাকার্ড।
প্রশ্নঃ এইচপি এর প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ১ জানুয়ারি ১৯৩৯।
প্রশ্নঃ পারমাণবিক বোমার আবিস্কারক কে?
উত্তরঃ ওপেনহাইমার।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *