Tuesday, April 30বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষনা নতুন মুখ ৪ জন

বর্তমান বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮ সদস্যের মধ্যে ২৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। একটি পদ ফাঁকা রাখা হয়েছে। ঘোষিত কমিটিতে চারজন নতুন মুখ যুক্ত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটিতে স্থান যারা পেলেন তারা হলেন―মোহাম্মদ আলী আরাফাত, তারানা হালিম, দীলিপ কুমার চ্যার্টাজি ও তারিক সুজাত।

আর ঘোষিত কমিটির বাকি ২৩ জন আগের কমিটিতেও ছিলেন। তাদের মধ্যে ২২ জন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও একজন সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

আজ রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে গণভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দিকে কার্যনির্বাহী সদস্য পদ পাওয়া অন্যরা হলেন―আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান, পারভীন জামান কল্পনা, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক। অবশিষ্ট একজনের নাম পরে ঘোষণা করা হবে।

অন্যদিকে আওয়ামী লীগের নতুন কমিটিতে উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদ পেয়েছেন সৈয়দ আব্দুল আউয়াল শামীম। তিনি বিগত কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।

নতুন কমিটির সকল সদস্যদের নাম থাকছে পরের সংবাদে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *