Thursday, September 19বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবেনা, আইন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা

বার্তা প্রতিনিধি: রাজধানী সহ সারা দেশে সড়কে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান। তিনি বলেন, মহানগরীতে যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলা ও পথচারীদের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করা হচ্ছে। সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এমআরটি, বিআরটি, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাস্তা সংকুচিত হয়ে এসেছে। যানজট অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। আমরা সর্বদা পরিশ্রম করে নানা উদ্যোগ গ্রহণ করে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি।

রোববার দুপুরে সোনারগাঁও হোটেলের উল্টোপাশে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আগামী ২৩ মার্চ পর্যন্ত এই ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলবে।

কমিশনার বলেন, ১৫০টি বাসস্টপ চিহ্নিত করেছি। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে রোড মার্কিং করেছি। বাসচালকদের প্রতি আহ্বান জানাই- তারা যেন যথাযথ নিয়ম মেনে যাত্রী ওঠানামা করান। একইসঙ্গে একটি ইন্টারসেকশন থেকে আরেকটি ইন্টারসেকশন পর্যন্ত বাসের দরজাগুলো বন্ধ রাখতে হবে। পাল্লা দিয়ে গাড়ি চালাবেন না। যত্রতত্র যাত্রী ওঠা-নামানো করবেন না। তা হলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।

ডিএমপি কমিশনার আরো বলেন, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো অপরাধ। আমরা কাউকে মোবাইলে কথা বলা অবস্থায় গাড়ি চালাতে দেখলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি এ সময় পথচারীদের প্রতি আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ছাড়া কোনো পথচারী রাস্তা পার হবেন না। অনেক সময় পথচারীরা চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিয়ে রাস্তা পার হন। রাস্তার মাঝখানের আইল্যান্ডের কাঁটাতারের বেড়া ভেঙে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হন। আমরা পথচারীদেরকে নিয়ম মেনে রাস্তা পার হওয়ার আহ্বান জানাই।

কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে এসব প্রতিরোধ করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে। এক সময় নানাবিধ স্টিকার লাগিয়ে প্রভাবশালী লোকজনও উল্টোপথে গাড়ি চালাতেন। আমরা কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে যানবাহনের মালিক ও চালকদের উদ্দেশে বলেন, আপনারা গাড়ির কাগজপত্র ঠিক রাখবেন। ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল করতে দেওয়া হবে না। চালকদের মাসিক ঠিকাদারি ভিত্তিতে গাড়ি চালাতে দেবেন না। তাহলেই কেবল যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।

কমিশনার জানান, রাজধানীর সব বাস যেন ছয়টি কোম্পানির মাধ্যমে চলে, সে বিষয়ে একটি কৌশল নির্ধারণ করা হচ্ছে।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *